রাজবাড়ী দৌলতদিয়া ফেরি ঘাট দিয়ে আজও ঢাকায় ফিরছেন শতশত যাত্রী

রাজবাড়ী দৌলতদিয়া ফেরি ঘাট দিয়ে আজও ঢাকায় ফিরছেন শতশত যাত্রী।

শুক্রবার (২১ মে) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঘাটে সকাল থেকে যাত্রী ও ছোট গাড়ির চাপ রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় দীর্ঘ অপেক্ষা ছাড়াই নদী পার হওয়া যাচ্ছে।

এদিকে, দূরপল্লার গণপরিবহন বন্ধ থাকায় সড়কে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিয়ে গাদাগাদি করে দৌলতদিয়া ঘাটে আসছেন মাইক্রোবাস, মাহেন্দ্রা, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন মাধ্যমে। তবে ভোগান্তি ছাড়াই নদী পার হচ্ছেন তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান জানান, এ রুটে বর্তমানে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে। স্বাভাবিকভাবে ফেরি চলাচল করায় যাত্রী ও যানবাহনগুলো দীর্ঘ অপেক্ষা ছাড়া নদী পার হচ্ছে। তবে দৌলতদিয়া প্রান্তে ঢাকামুখী যাত্রী ও ছোট গাড়ির কিছুটা চাপ রয়েছে।