লালমনিরহাটের হাতীবান্ধায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে নিজস্ব হলরুমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা বিষয়ক ২ দিন ব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) একটি আন্তজার্তিক সংস্থা কর্নসার্ন ওয়াল্ড ওয়াইডের সহযোগিতায় উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিসিজির কোষাধ্যক্ষ ও হাতীবান্ধা মহিলা কলেজ অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু।

এতে বক্তব্য রাখেন ইউসিসিজির সাধারণ সম্পাদক বরকত হোসেন, যুগ্ন সম্পাদক ও সংবাদকর্মী নূরল হক, বন্যা সহনশীল প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম,গণ উন্নয়ন কেন্দ্রের মাঠ কর্মকর্তা রবিউল হাসান,দক্ষিণ সিন্দুর্না ক্র্যাগ সভাপতি মহিদুল ইসালম জুয়েল ও উত্তর ডাউয়াবাড়ি ক্র্যাগের সাধারণ সম্পাদক রাশেদা বেগম প্রমুখ। উক্ত কর্মশালায় উপজেলার চর তীরবর্তী ৬টি ইউনিয়নের সিসিসি ও ক্র্যাগ এবং তাদের সমন্বয়ে গঠিত ইউসিসিজিসহ মোট ৪০ জন অংশ নেয়।

কর্মশালায় চরাঞ্চলের সমস্যাসমূহ তুলে ধরা হয় এবং ওইসব সমস্যা সমাধানে ২০২৪ সালের কার্যকর পরিকল্পনা প্রনয়ন করা হয়েছে।