শেরপুরের শ্রীবরদীতে অটো চালকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শেরপুর জেলার শ্রীবরদীতে দুই অটোরিক্সা চালকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (১৪ জানুয়রি) রবিবার দুপুরে হামলাকারী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের দাবিতে পৌর এলাকার চৌ-রাস্তা মোড়ে বিক্ষোভ মিছিল শেষে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অটোরিক্সা চালকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধের দাবি জানিয়ে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার আহবায়ক রুবেল মিয়াসহ অটোরিক্সা চালকরা।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার অটোরিক্সা চালক শাজাহান ও আকরাম হোসেনের সাথে পৌর শহরের বাসস্ট্যান্ডে বিল্লাল হোসেনের সাথে চাঁদা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে অটোরিক্সার চাবি কেড়ে নিলে বিল্লাল হোসেন তাদের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হয় ওই দুই অটোরিক্সা চালক।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আকরাম হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহতরা এখনো চিকিৎসাধীন।