‘শেষ বাসটি চলে যাওয়ার পরপরই রাশিয়ার হামলা শুরু’

ইউক্রেনের মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল থেকে রোববার অনেক বেসামরিক লোক নিরাপদে বের হয়ে যান।

আহত, নারী ও শিশুরা যেন নির্বিঘ্নে আজভস্টাল ছাড়তে পারেন সেজন্য হামলা বন্ধ ছিল।

জাতিসংঘ, রেডক্রস ও দুই দেশের সেনাদের সহায়তায় বাসের মাধ্যমে বেসামরিক মানুষদের সরিয়ে নেওয়া হয়।

তবে ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কমান্ডার ডেনিস শেলগা জানিয়েছেন, বেসামরিক লোকদের বহনকারী বাস আজভস্টাল ছাড়ার সঙ্গে সঙ্গে সেখানে গোলাবর্ষণ শুরু করে দেয় রুশ বাহিনী।

এ ব্যাপারে ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাশনাল গার্ড কমান্ডার বলেন, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য দুইদিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। দুইদিন খুব শান্তভাবে পার হয়েছে।

তিনি আরও বলেন, যেই না শেষ বাস ও বেসামরিক লোকটি আজভস্টাল থেকে বের হয়েছে, ঠিক তখন থেকেই চারদিক থেকে রাশিয়ার হামলা শুরু হয়ে যায়।

কমান্ডার ডেনিস শেলগা জানিয়েছেন, আজভস্টালের ভেতর কয়েকশ বেসামরিক লোক ও ৫০০ আহত সেনা ছিল।

সূত্র: বিবিসি