সাতক্ষীরার কলারোয়ায় এবার উড়ল ব্রাজিলের ১১০ হাত লম্বা পতাকা

ব্রাজিলের ১১০ হাত লম্বা (দৈর্ঘ্য) মাপের পতাকা উড়ল এবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বাজারে।

সরেজমিন দেখা গেছে, সাতপোতা বাজার সংলগ্ন উচু গাছে উড়ছে একটি বিশাল লম্বা (দৈর্ঘ্য) মাপের ব্রাজিল এর পতাকা।
এসময় বাজারে অবস্থানরত কয়েকজনের কাছে জানতে চাইলে তারা জানান, সাতপোতা যুব সংঘের ছেলেরা খুবই ব্রাজিল ফুটবল দলের ভক্ত, এজন্যই তারা এই লম্বা পতাকাটি টানিয়েছে।

সাতপোতা যুব সংঘ ক্লাবের সভাপতি সুমন রানা, ও সাধারণ সম্পাদক জাহিদ হাচান শাওন জানান, কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ খেলা, সেই উপলক্ষে আমরা ব্রাজিল দলকে সাপোর্ট করি সেই জন্য পতাকা টি টানিয়েছি। এই পতাকার (দৈর্ঘ্য) কত জানতে চাইলে ১১০ হাত লম্বা তারা জানান।

এসময় কতজন মিলে অর্থ সহযোগীতা দিয়ে পতাকা তৈরি করেছেন জানতে চাইলে ক্লাবের সভাপতি সুমন রানা জানান, আমি ক্লাবের সাধারণ সম্পাদকসহ জাহিদ হাসান, শিপন, রানা, হ্যাপি, অনিক, রুহুল কুদ্দুস, আনিস, জাকির সহ ক্লাবের সদস্যরা মিলে পতাকাটি তৈরি করেছি।

আরও জানা গেছে, উক্ত পতাকাটি (১৩ নভেম্বর) রবিবার সকালে সাতক্ষীরা ০১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ক্রীড়া প্রিয় এমপি এড. মুস্তফা লুৎফুল্লাহ’র সাত’পোতা রহিমা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্বোধনী আগমনের দিন পতাকা হাতে স্বাগতম ও সংবর্ধনা জানিয়েছেন তারা।