সাতক্ষীরার কলারোয়ায় প্রায় দেড়হাজার শীতার্ত মানুষ পেলো শীতবস্ত্র

সাতক্ষীরার কলারোয়ায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ‘দি ইন্সটিটিউট অব চার্টাড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)’ ঢাকা রিজিওনাল কমিটির সদস্যরা।

কলারোয়ার ১০নং কুশোডাংগা ইউনিয়নের পারিখুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার (৭ জানুয়ারি) সুবিধাবঞ্চিত শীতার্ত এলাকাবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সেসময় এলাকায় ১২৫০ জন সুবিধা বঞ্চিত অসহায় পরিবার এর মাঝে কম্বল, জ্যাকেটসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে ‘দি ইন্সটিটিউট অব চার্টাড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)’ ঢাকা রিজিওনাল কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুজ্জামান এফসিএ এবং শীতবস্ত্র বিতরণ কমিটির কনভেনর মো. এমারত হোসেন এফসিএ বলেন, ‘২০১৩ সাল থেকেই সারাদেশের বিভিন্ন এলাকায় আমরা শীতার্ত এবং অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় এবার পারিখুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র বিতরণ করেছি।’

এই সময় দি ইন্সটিটিউট অব চার্টাড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) অন্য সদস্যরা এবং কলারোয়া থানার পুলিশ সদস্য, কুশোডাংগার ৫নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার নুরুল ইসলাম সরদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।