সাতক্ষীরার কলারোয়ায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরার যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে অতিথি হিসাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক মো.নাজমুল হাসান ও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে সহযোগিতা করেন সাতক্ষীরা জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের জন্য বিশেষ কুইজের আয়োজন করে আয়োজক দুটি প্রতিষ্ঠান।

কুইজে বিজয়ী ১০জন শিক্ষার্থীর হাতে বিশেষ পুরস্কার এবং উপস্থিত সকল শিক্ষার্থীর হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।