সাতক্ষীরার কালিগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠনের উদ্যোগে মাক্স বিতরণ

কালিগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন রাবিয়ানের উদ্যোগে উপজেলার ফুলতলা মোড়ে জনসাধারণেরর মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

(২৮ এপ্রিল) বুধবার সকাল ১০ টায় উপজেলা সমন্বয়ক কাটুনিয়া কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানের পরিচালনায় ও জেলা কমিটি রাবিয়ানের সদস্য সচিব হাবিব সালামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাবিয়ানের জেলা যুগ্ম আহবায়ক কুমিরা মহিলা কলেজের অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, কালিগঞ্জ আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল বাশার, কালিগঞ্জ যুগ্ম সমন্বয়ক ব্যাংকার মারুফ হোসাইন, তালা রাবিয়ান প্রতিনিধি সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, কাটুনিয়া কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গনেশ চন্দ্র সরকার, আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সোহরাব হোসেন, কাটুনিয়া কলেজের সহকারী অধ্যাপক তায়জুল ইসলাম, আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সেলিম রেজা, শিমু রেজা এমপি কলেজের প্রভাষক শাহিন, রাবির সাবেক ছাত্র নাঈম প্রমুখ।