সাতক্ষীরায় দুই বখাটেকে কান ধরে ওঠবস

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুলের সামনে দুই বখাটেকে কান ধরে ওঠবস করিয়েছে স্থানীয়রা। সোমবার (০৯ নভেম্বর) সকালে ব্রহ্মরাজপুর বাজারের বটতলায় এ ঘটনা ঘটে।

কান ধরে ওঠবস করানো দুই বখাটে হলেন- ধুলিহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিয়ন ওরফে জয় (২২) ও বড়খামার গ্রামের কবিরুল ইসলামের ছেলে সুজন (১৮)।

স্থানীয়রা জানায়, স্কুলের সামনে বটতলায় দাঁড়িয়ে দোকানে সাজেশন ফটোকপি করতে আসা ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও নানা বাজে ইঙ্গিত করেন দুই যুবক। ঘটনাটি দেখে প্রতিবাদ করেন সবাই। পরে কান ধরে তাদের ওঠবস করানো হয়।

কয়েকজন শিক্ষার্থী জানায়, স্কুলের সামনের দোকানগুলোতে বিভিন্ন এলাকার বখাটেরা ভিড় জমায়। তাদের অত্যাচারে ছাত্রীরা অতিষ্ঠ। বিভিন্ন প্রয়োজনে দোকান বা বাড়িতে যাতায়াতের সময় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এম আর মিঠু বলেন, বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্ন দিয়ে ফটোকপি করতে বলা হচ্ছে। সেগুলো ফটোকপি করতে আসা ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন দুই বখাটে।

পরে বাজারে উপস্থিত থাকা স্থানীয় লোকজন তাদের এমন কাজ ভবিষ্যতে না করার শর্তে কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দেন। তারা কান ধরে প্রতিজ্ঞা করেছেন, ভবিষ্যতে আর কাউকে উত্ত্যক্ত করবেন না।