সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

সাতক্ষীরায় সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে ২০২২-২০২৩ অর্থ বছরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এসময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান বলেন, ‘শরীরচর্চা শিশুদের অপরিহার্য একটি বিষয়। খেলাধূলার মাধ্যমে শিশুদের শারিরিক ও মানসিক বিকাশ ঘটে। প্রতিবন্ধী শিশুরা এখন আর সমাজের বোঝা নয়। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলা হচ্ছে। তাদের মেধা ও মনকে বিকশিত করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের সুনাম ছড়িয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুদের কল্যাণে নানামুখী উদ্যোগ নিয়েছেন। সমাজের বৃত্তবানদের সহযোগিতায় আগামী দিনেও এই বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন থাকবে বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘সাতক্ষীরার এই বিদ্যালয়টি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূল স্রোত্ধারায় সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের কার্যক্রম দেখে আমি মুগ্ধ। তোমাদের সার্বিক সহযোগীতায় পাশে থাকবে জেলা প্রশাসন।’

ক্রীড়া প্রতিযোগীতায় ১৬ টি ইভেন্টে বিদ্যালয়ের ৮৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বাকি সকল প্রতিযোগীদের মাঝে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।

এসময় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমা আক্তার, সহকারী শিক্ষক রুমারানী বরকন্দাজ, অফিস সহকারী মফিজুল ইসলাম, হাসিনা পারভীন, আব্দুল মাজেদ, এছারুল্লাহ, রবিউল ইসলাম ও নুরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক সাতঘরিয়া পত্রিকার মফস্বল সম্পাদক আব্দুর রহমানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।