সাতক্ষীরা সীমান্তে ১৮টি সোনার বার সহ চোরাকারবারি আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ১৮টি সোনার বার সহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেগুলোর ওজন ২ কেজির মতো। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার চোরাকারবারির নাম হাসান আলী। সে যশোরের কেশবপুর উপজেলার চাদরা গ্রামের কফিলউদ্দিনের পুত্র।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে কেঁড়াগাছি সীমান্তের কাকডাঙ্গা তালসারী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি তাকে আটক করে।

সাতক্ষীরা, ৩৩ বিজিবি’র আওতাধীন কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা পৌনে ৩টার দিকে কাকডাঙ্গা বিওপি’র হাবিলদার নুরে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় কেঁড়াগাছি সীমান্তের কাকডাঙ্গা তালসারী এলাকায় অভিযান চালিয়ে ১৮টি পিচ তথা ২ কেজি সোনার বার সহ হাসান আলীকে আটক করা হয়। সেসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাকে সাতক্ষীরা বিজিবি’র ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেরণ করা হয়।
টেপ দিয়ে প্যাচানো সোনার বার গুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো বলে বিজিবি সূত্র জানায়।