সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসিল্যান্ড আহত

ঢাকার সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আবুবকর সিদ্দিক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমান সেখানে চিকিৎসাধীন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের সিঅ্যান্ডবিসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এসিল্যান্ড আবুবকর সিদ্দিক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী কটু মিয়া বলেন, আবুবকর সিদ্দিক সাভারের দিক থেকে আসা গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পাঁচজন ছিনতাইকারী তার ওপর হামলা করে। এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে কাছে থাকা মোবাইল টাকা পয়সা সব নিয়ে চলে যায়। ছিনতাইকারীরা দেয়াল টপকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজার মামুন বলেন, রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। রোগী অপারেশন থিয়েটারে আছেন। তার অস্ত্রোপচার চলছে। প্রাথমিকভাবে জেনেছি তার শরীরে ৩ থেকে ৪টি ছুরিকাঘাত রয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হলে তার শারীরিক অবস্থার কথা নিশ্চিতভাবে বলা যাবে।

সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, এসিল্যান্ডকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।