সিরাজগঞ্জের বেলকুচিতে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ!

সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষি প্রনোদনা কর্মসৃচির আওতায় ২২-২৩ অর্থ বছরে ২১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষক ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সারসহ মোট ২৫ কেজি উপকরণ বিনামূল্যে বিতরণ করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে সার বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কোয়ার সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রত্না বেগম, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ,

আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, সহকারী কমিশনার ভৃমি শিবানী সরকার, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার, কৃষি অফিসার সুকান্ত ধরসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। এর পর উপজেলা পরিষদের আয়োজনে হলরুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় অতিথিরা উপস্থিত হয়।