হারের সঙ্গে এবার জরিমানাও গুণতে হলো পাকিস্তানকে

এবারের বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। ছয় ম্যাচের চারটিতে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন কঠিন করে ফেলেছে দলটি। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে এক উইকেটে হেরেছে পাকিস্তান।

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাবর আজমদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের দেওয়া ২৭০ রানের টার্গেট নিয়ে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। রুদ্ধশ্বাস এই ম্যাচে ৪৭.২ ওভারে এক উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।

সেই হারের সঙ্গে এবার জরিমানাও গুণতে হলো পাকিস্তানকে। চেন্নাইতে হওয়া সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
চেন্নাইয়ে শুক্রবারের ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার পিছিয়ে ছিল বাবর আজমের দল।

আইসিসির নিয়ম অনুযায়ী, লক্ষ্যমাত্রা থেকে প্রতিটি ওভার পিছিয়ে থাকার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়।