গাইবান্ধায় ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান

অবিলম্বে সরকারি উদ্যোগে ১২০০ টাকা মন দরে পর্যাপ্ত ধান ক্রয়ের ঘোষণা, খোদ কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের ব্যবস্থা করা, সরকারি গুদামে কৃষক ছাড়া ব্যবসায়ী-নেতা-দালাল-ফড়িয়াদের ধান বিক্রি নিষিদ্ধ করাসহ ৪ দফা দাবী বাস্তবায়নে গাইবান্ধায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন জেলা শাখার উদ্যোগে শহরের ১ নং রেলগেট এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি প্রভাষক কমরেড গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান খোকা, ডাঃ জব্বার, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমূখ।

বক্তারা, অবিলম্বে সরকারি উদ্যোগে ১২০০ টাকা মন দরে পর্যাপ্ত ধান ক্রয়ের ঘোষণা, খোদ কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের ব্যবস্থা করা, সরকারি গুদামে কৃষক ছাড়া ব্যবসায়ী-নেতা-দালাল-ফড়িয়াদের ধান বিক্রি নিষিদ্ধ প্রান্তিক চাষী ও বর্গা চাষীদের সরাসরি আর্থিক প্রণোদনা দেয়ার দাবি জানান।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।