ইবিতে ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ছাত্রনেতাদের

হুসাইন বিন আফতাব, স্টাফ রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্বমূল্য ৪৫০ টাকা থেকে ৫০ টাকা বৃদ্ধি করে ৫০০ টাকা করা হয়েছে। এতে করে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী সহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নের্তৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় ফরমের মূল্য বৃদ্ধিসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত নিতীনির্ধারণী মূলক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় চলতি বছর থেকে ফরমের মূল্য ৪৫০ থেকে ৫০ টাকা বৃদ্ধি করে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহিনুর রহমান বলেন, ‘ফরমের মূল্য বৃদ্ধি প্রশাসন কেনো করেছে এটি আমার জানা নাই। আমরা প্রশাসনের নিকট অনুরোধ করবো বিষয়টি বিবেচনা জন্য।’

সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য ফরমের মূল্য বৃদ্ধি উদ্বেগজনক। প্রশাসনের নিকট অনুরোধ করবো ফরমের পূর্বমূল্য স্থিতিশীল রাখর জন্য।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর আহবায়ক মোর্শেদ হাবিব বলেন, মূল্য বৃদ্ধির বিষয়টি অবাঞ্চনীয়। গরীব শিক্ষার্থীদের কথা ভেবে প্রশাসনের এ রকম সিদ্ধান্ত নেওয়া অযৌক্তিক বলে আমি মনে করি। সূতরাং বর্ধিত মূল্য প্রত্যাহার করে পূর্বের মূল্য নির্ধারন করার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি ফারুক বলেন, ‘বর্তমান সরকারে মূল শ্লোগান হলো ডিজিটালাইজেশনে, সেখানে প্রশাসনের এমন সিদ্ধান্ত নিন্দনীয়। নিন্মবিত্ত ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের কথা ভেবে বর্ধিত ফি কমানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শাহাদত তিমির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পকেট ভারী করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সরকার ও প্রশাসন শিক্ষাক্ষেত্রকে শিক্ষার্থী বান্ধব না করে একটি ব্যবসার ক্ষেত্রে পরিণত করেছে। ফরমের মূল্য বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক এবং নিন্দনীয়।’

এ বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। পাঁচটি অনুষদের অধীন ৩৩ টি বিভাগকে ৮ টি ইউনিটে ভাগ করে ২২৩৫ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি ফরমের মূল্য ডাচ বাংলার মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে (১৭ টাকা সার্ভিস চার্জে) পরিশোধ করতে হবে।