এবারের বিশ্বকাপে যত রেকর্ড গড়লেন সাকিব

এবারের বিশ্বকাপটা যেন সাকিবময়। দুর্দান্ত পারফর্ম করা সাকিব আল হাসান এবারের বিশ্বকাপে অনেকগুলো রেকর্ড নিজের করে নিয়েছেন। আর সাকিবের এই রেকর্ডের কারণে ইতিহাসের সেরা পারফর্মই করেছে বাংলাদেশ। জিতেছে তিনটি ম্যাচ।

এছাড়া জয়ের মত পরিস্থিতি তৈরি করে ছিল আরও তিনটি ম্যাচে। যদিও ভাগ্যের কারণে তাদের সেই ম্যাচ গুলো জেতা হয়নি।

বিশ্বকাপে সাকিবের রেকর্ড গুলো দেখে নিন এক নজরে –

প্রথমত, প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১০০০ রান করার রেকর্ড গড়েছিলেন সাকিব।

দ্বিতীয়ত, বিশ্বকাপে ১০০০ রান ও ৩০ টি উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার এখন সাকিব আল হাসান।

তৃতীয়ত, এক বিশ্বকাপে ৪০০ রান ও ১০ টি উইকেট নেয়া একমাত্র খেলোয়াড় সাকিব।

চতুর্থত, এক বিশ্বকাপে ৫০০ রান ও ১০ টি বা তার বেশি উইকেট নেয়াও একমাত্র খেলোয়াড় সাকিব।

পঞ্চমত, এক বিশ্বকাপে সেঞ্চুরি করা ও পাঁচ উইকেট নেয়া তৃতীয় ক্রিকেটার সাকিব। এর আগে এই কাজটি করেছিল কপিল দেব ও যুবরাজ সিং।

ষষ্ঠত, বিশ্বকাপে এক ম্যাচে ৫০ রান ও ৫ উইকেট তুলে নেয়া দ্বিতীয় ক্রিকেটার সাকিব আল হাসান।

সপ্তমত, কোন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন সাকিব।