কোটা সংস্কার: হামলার বিষয়ে ‘কিছু জানেন না’ ঢাবি প্রক্টর

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনার বিষয়ে ‘কিছুই জানেন না’ বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

সোমবার (২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রক্টর এ দাবি করেন।

অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয় আজ খুলেছে। এর আগে গত শনিবার কী হয়েছে, সে বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। আামি কিছু জানি না। তবে ওই ঘটনায় যদি কেউ অভিযোগ করে, তবে আমরা দেখব।’

গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত সংবাদ সম্মেলনে বাধা দিয়ে ব্যাপক মারধর করা হয়। এতে ১০ জনের মতো আহত হন। আহতরা অভিযোগ করেছেন, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী।

এর পরই কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ অধিকার ছাত্র সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বাধা ও হামলার প্রতিবাদে রোববার থেকে সব বিশ্ববিদ্যালয়, কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন ও সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের মানববন্ধনের কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটে। কিন্তু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস থাকায় কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি পালিত হয়নি।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা মানববন্ধনের জন্য দাঁড়ানোর প্রস্তুতি নেওয়ার সময় ফের হামলা ও মারধরের ঘটনা ঘটে। আন্দোলনকারীরা হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে।

তবে ঘটনাস্থলে থাকা ছাত্রলীগের নেতারা গণমাধ্যমের কাছে দাবি করেছেন, তাঁরা কোনো হামলা বা মারধর করেননি। ছাত্রলীগ দেশের আইন মেনে চলে। তাঁরা আইন নিজের হাতে তুলে নেন না।

এ বিষয়ে জানতে চানতে চাইলে ঢাবি প্রক্টর বলেন, ‘কেউ আমার কাছে অভিযোগ করেনি। কেউ যদি ফোনে বা সরাসরি অভিযোগ করেন, তবে আমরা দেখব।’

ক্যাম্পাসে অস্থিতিশীলতার বিষয়ে প্রক্টরিয়াল টিমের দায়িত্বের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ঢাবি প্রক্টর বলেন, ‘আমি প্রক্টরিয়াল টিমকে নির্দেশ দিয়েছি। তারা যা দেখবে, তা আমাকে জানাবে।’