ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : প্রখ্যাত বিজ্ঞান মনস্ক লেখক ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ( বেরোবি) পৃথক ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং দুপুর একটায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে পৃথকভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিভাগটির আয়োজনে মানববন্ধনে প্রথম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হোসেন এর সঞ্চালনায় বক্তৃতা করেন বিভাগটির শিক্ষার্থী মনোয়ার হোসেন, মারিয়া শোভা, রুম্মান।

শিক্ষক তাবিউর রহমান প্রধান এবং বিভাগীয় প্রধান ড. মো. নজরুল ইসলাম। মানববন্ধনে বক্তারা এ জঘন্য কাজের তীব্র নিন্দা জানান। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেন বিপদগামী না হয় সে জন্য শিক্ষার্থীদের এবং গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন।

দুপুর একটায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধনে বক্তারা এমন জঘন্য কাজের তীব্র প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ড. গাজী মাজহারুল আনোয়ার, সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, শিক্ষক ড. সরিফা সালোয়া ডিনা, আলী রায়হান সরকারসহ অনেকেই।

প্রসঙ্গত, ৩ মার্চ ড. জাফর ইকবালের উপর হামলা চালানো হয়। সেদিন থেকেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ শিক্ষার্থীরা প্রতিবাদে ফুঁসে ওঠে। এর ধারাবাহিকতায় ৪ মার্চও বেরোবিতে গুনগুন-রণনসহ অন্যান্য সংঠন মানববন্ধন করে।