ঢাবিতে ‘আত্মহত্যা ঠেকাতে’ গ্রুপ ট্যুরে বিধিনিষেধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী কম বয়সে বিয়ে এবং প্রেমঘটিতে সমস্যায় জর্জরিত হয়ে আত্মহত্যা করেন গত ১২ নভেম্বর।

এ ঘটনাকে কেন্দ্র করে ১৫ নভেম্বর উক্ত বিভাগের একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে শিক্ষক ছাড়া কোনো ব্যাচ টুরে বা দলগত সফরে গেলে সেই ব্যাচের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র ক্রিয়া-প্রতিক্রিয়া দেখা গেছে সংশ্লিষ্টদের মাঝে।

বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের নোটিশে বলা হয়েছে, কোনো ক্লাস বা গ্রুপ ট্যুর করলে অবশ্যই তা বিভাগীয় প্রধানের কাছ থেকে লিখিত দরখাস্ত নিয়ে অনুমতি নিতে হবে। সেই সঙ্গে অবশ্যই কোনো শিক্ষক শিক্ষিকাকে সঙ্গে নিতে হবে।

এদিকে এই সিদ্ধান্তের পর থেকেই আলোচনা-সমালোচনার ঝড় বইছে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ফেসবুক গ্রুপে।

অনেকেই বলছেন, এরকমটি হলে স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ে পড়ে কী লাভ?

একটি সংবাদমাধ্যমকে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারপারসন ফাজরীন হুদা বলেছেন, কিছু কাপল কক্সবাজার গিয়ে একসঙ্গে থেকেছে, মদ্যপান করেছে এবং দুর্ঘটনা ঘটেছে। আমাদের বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের নাম বা পরিচয় ব্যবহার করতে হলে প্রথমত বিভাগীয় প্রধানের অনুমতি নিতে হবে এবং দ্বিতীয়ত কোনো শিক্ষককে সঙ্গে নিয়ে যেতে হবে। অন্যথায় এটা কোনো শিক্ষাসফর হবে না।