ঢাবির হলে অভিযান, ছাত্রলীগ নেতাসহ আটক ৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্‌দীন হলের একটি কক্ষে অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় হল প্রশাসনের সহায়তায় শাহবাগ থানার পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক দর্শন বিভাগের শাহরিয়ার মাহমুদ রাজু, হল ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী ও স্যার পিজে হার্টস ইন্টারন্যাশনাল হলের কর্মচারী সুমন দে লাল।

হলের ৩২১ নম্বর কক্ষটি সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল পাঠান সেতুর। সেখানে অভিযান চালায় পুলিশ।

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শাহরিয়ার মাহমুদ রাজু ও হল ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী হলে বসে ইয়াবা ও গাজা সেবন করেন। তারা দু’জন ও সুমন দে লাল মিলে হলে মাদক বিক্রির সিন্ডিকেট গড়ে তোলেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে হল প্রশাসন পুলিশকে অবহিত করে। এরপর আজ তাদের আটক করা হয়।

সুমন দে লাল ২০১৭ সালেও একবার মাদক বিক্রর অভিযোগে আটক হয়েছিলেন।

এ বিষয়ে কবি জসিম উদ্‌দীন হলে প্রভোস্ট অধ্যাপক ড. রহমত উল্লাহ সাংবাদিকদের বলেন ‘আজ আমরা যাদের আটক করেছি, তাদের ছাত্রত্ব শেষ। এদের বিরুদ্ধে মাদক বিক্রি, সেবন ও সংগ্রহে রাখার অভিযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘অভিযানের বিষয়টি টের পেয়ে আটকরা জানালা দিয়ে কিছু মাদক ফেলে দেয়। তবে কক্ষ থেকে মদের বোতল জব্দ করা হয়েছে।

হুঁশিয়ারি দিয়ে প্রভোস্ট বলেন, ‘মাদকের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।’