বেরোবিতে আগামীকাল সি ও এফ ইউনিটের ভর্তি পরীক্ষা

এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রোগ্রামে যথাক্রমে সি ও এফ ইউনিটের পৃথক চার শিফটে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

আগামীকাল মঙ্গলবার প্রথম দুটি শিফটে (প্রথম শিফট-সকাল ৯টা থেকে ১০ টা, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে ১২ টা) সি ইউনিটভুক্ত বিজনেজ স্টাডিজ অনুষ ও পরের দুটি শিফটে (তৃতীয় শিফট-দুপুর দেড়টা থেকে আড়াইটা এবং চতুর্থ শিফট-বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা ) এফ ইউনিটভুক্ত জীব ও ভূ- বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সি ইউনিটে ২৪৫ টি আসনের বিপরীতে অংশগ্রহণ করবে চার শিফটে মোট ৬ হাজার ৯ শত ৯০ জন। ইউনিটটির প্রতি আসনে গড়ে লড়বে ২৮ জন ভর্তিচ্ছু এবং এফ ইউনিটে ১২০ টি আসনের বিপরীতে ৭ হাজার ২৫৮ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে। প্রতি আসনে এখানে লড়বে ৬০ জন ভর্তিচ্ছু।

আজ সোমবার বি ইফনিটভুক্ত সামাজিক বিজ্ঞান অনুষদের চার শিফটে ৩৭৫ টি আসনের বিপরীতে মোট ১৫ হাজার ৪ শত ৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় শতকরা ৯০ জন উপস্থিতি ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ইউনিটটির সহকারি সমন্বয়ক ড. মো: নজরুল ইসলাম। শিফটে চলা ভর্তি পরীক্ষাগুলোতে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ পরীক্ষার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

এ বারের ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত সদস্যসহ একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছে এবং এবারেই প্রথম পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

এ দিকে তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষায় অনুমতি ব্যতীত হল কক্ষে প্রবেশের অপরাধে রংপুরের দুটি প্রতিষ্ঠানের দুই জন শিক্ষার্থীকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশফাঁড়ির উপ-পরির্শক (এসআই) মুহিব্বুল ইসলাম।