বেরোবিতে চার কর্মকর্তার বিএসটিডি প্রশিক্ষণ সম্পন্ন

বেরোবি প্রতিনিধি : বাংলাদেশ সোসাইটি ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট (বিএসটিডি) কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চার কর্মকর্তা । পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি প্রতিষ্ঠানটির তেজকুনিপাড়া ঢাকায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয় (গত ১২ থেকে ১৬ নভেম্বর ২০১৭ পর্যন্ত) ।

প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠানটি এর অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করে । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ কারী চার কর্মকর্তা হলেন সহকারী রেজিস্ট্রার আব্দুল হাকিম, মোছা: নুরজাহান বেগম, এস. এইচ. এম. ইকবাল এবং মোছা: মনিরা খাতুন ।

উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটি ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট (বিএসটিডি) এই প্রতিষ্ঠানটি সরকারি এবং স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে ।