যে কারণে আইপিএল নিলামে নেই মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের পরবর্তী নিলাম হবে ১৮ ডিসেম্বর। সেই নিলামের জন্য ৯ ক্রিকেটারের তালিকা পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই তালিকায় নেই টাইগার পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান।

এ তালিকায় সবচেয়ে বড় চমক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষিক্ত হওয়া অফস্পিনার নাঈম হাসান। বাকি আট ক্রিকেটার হচ্ছেন-তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন দাস, ইমরুল কায়েস ও আবু হায়দার রনি।

চমক নাঈম হলেও সবচেয়ে বড় বিস্ময় মোস্তাফিজ। আইপিএল নিলামে নামই দেননি তিনি। চোটে পড়ার প্রবণতা থাকায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে খেলতে দিতে বহুবার আপত্তির কথা জানিয়েছে বিসিবি। এ কারণে নিলামে নামই দেননি কাটার মাস্টার।

২০১৯ বিশ্বকাপে পাখির চোখ বাংলাদেশের। সেখানে ভালো করতে মরিয়া টাইগাররা। এ জন্য পরিকল্পনামাফিক এগোচ্ছে বিসিবি। ইনজুরির হাত থেকে খেলোয়াড়দের রক্ষার পাশাপাশি ভালো প্রস্তুতি সারতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে বোর্ড। এর আগে মোস্তাফিজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না বিসিবি। বিশ্বকাপের আগে চোট নিয়ে সতর্কতার কারণেই মূলত এবারের আইপিএলে থাকছেন না তিনি।

আইপিএলের আসন্ন আসরে অংশ নেবে আট ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যে খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেয়ার কাজ সেরে ফেলেছে তারা। বাকি আছে ৭০ জনের জায়গা। এ জায়গায় লড়বেন এক হাজার ৩ ক্রিকেটার। এখন দেখার বিষয়, সেই লড়াইয়ে বাংলাদেশের কে জেতেন?

সেই ২০১১ সাল থেকে আইপিএল খেলে আসছেন সাকিব আল হাসান। এবারও তাকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। গেল তিন মৌসুম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলেছেন মোস্তাফিজ। তবে এবার তাকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। শেষ পর্যন্ত নিলামেই নাম দিলেন না দ্য ফিজ।

২০১৯ সালের ২৯ মার্চ শুরু হবে মাল্টি মিলিয়ন ডলারের এ টুর্নামেন্ট।