দিনাজপুরে গাছ থেকে অঝোরে ঝরছে পানি!
আজব হলেও গুজব নয়। প্রাকৃতিকভাবে ঘটে চলা ঋতিমত একটি বিরল ঘটনা।
বিরলে বিশাল ধর্ম্মপুর বন বীটের বনে সাতদাগ নামক এলাকায় একটি গাছ থেকে সার্বক্ষনিক ভাবে বৃষ্টির পানিরমত টিপ টিপ করে পানি ঝড়ছে।
আর এ দৃশ্যটি এক নজর দেখার জন্য প্রতিনিয়ত উৎসুক জনতা ভীঁড় করছে।
অনেকে মনে করছে গাছ থেকে এ ভাবে পানি ঝড়ে পড়া সৃষ্টি কর্তার একটি বড় কুদরত।
অনেকে দীর্ঘ অপেক্ষা করে গাছটির পানি সংগ্রহের চেষ্টা করছে। তাদের ধারণা এ গাছের পানি সেবনে জটিল ও কঠিন রোগ আরগ্য হবে।
এছাড়া গাছটির পানি পান করা একটি ভাগ্যের ব্যাপার। তবে এ আজব গাছটির তাৎক্ষনিক ভাবে নাম জানা সম্ভব হয়নি।
গাছটির বেড় প্রায় ৪ ফুট এবং লম্বা ১২ ফুটেরমত অনেকটা ডাল পালা ছড়িয়ে ছিটিয়ে আছে। পাতা গুলি দেখতে গোলাকার।
এ ব্যাপারে জানতে গিয়ে, ধর্ম্মপুর বন কর্মকর্তা সাদেক হোসেন কে সাক্ষাতে বা মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন