ইসি মাহবুবের ভোট কেন্দ্রেই বিএনপির পোলিং এজেন্ট নেই!

আজ সকাল ৮টা থেকেই সারাদেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। দিনের শুরুতেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতারা।

সকাল ৯টা ১৫ মিনিটে মগবাজার ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার কেন্দ্রেই তো বিরোধী দলের কোন পোলিং এজেন্ট দেখতে পাইনি। সারাদেশ থেকেই নানা অভিযোগ আসছে আমার একার পক্ষে কিছু করা সম্ভব নয়।’

ভোট গ্রহণ কেমন হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি মাহবুব বলেন, ‘আমাকে জিজ্ঞেস করবেন না ভোট গ্রহণ কেমন হচ্ছে। আপনাদের বিবেক আছে। নিজেদের বিবেককেই জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন। তবে আমি এখানে বিরোধী দলের কোন পোলিং এজেন্ট দেখতে পাইনি।’

অভিযোগ নিয়ে কিছু করার আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কমিশনার হিসাবে আমার একক কোনো রেসপনসিবিলিটি আছে বলে মনে করিনা।

তিনি আরও বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতির প্রত্যাশা। এ নির্বাচন অবশ্যই হতে হবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য। আইনানুগভাবে নির্বাচনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন, কোন প্রলোভন বা ভয়-ভীতির কাছে নতি স্বীকার করবেন না।’