এইচএসসির ফল পাঠাতে মোবাইল নম্বর চেয়েছে যশোর বোর্ড

এইচএসসি পরীক্ষা-২০২০ এর ফলাফল পরীক্ষার্থীদের মোবাইলে পাঠানো হবে বলে জানিয়েছে যশোর শিক্ষা বোর্ড। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে যশোর শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, এইচএসসি পরীক্ষা-২০২০ এর ফলাফল পরীক্ষার্থী প্রদত্ত মোবাইল নম্বরে সরাসরি পাঠানো হবে। এ জন্য পরীক্ষার্থী/অভিভাবকের মোবাইল নম্বর জরুরি ভিত্তিতে আগামী ৩০/১২/২০২০ তারিখের মধ্যে নিম্নলিখিত পদ্ধতিতে সাবমিট করার জন্য সব প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হলো।

মোবাইল নম্বর যুক্ত করার নিয়মাবলী:

# প্রথমে যশোর বোর্ডের ওয়েবসাইট (www.jessoreboard.gov.bd) ঢুকতে হবে।

# তারপর বাম পাশের আওয়ার সার্ভিস (Our Service) থেকে ইনস্টিটিউট প্যানেল (Isntitute panel) মেন্যুতে ক্লিক করতে হবে।

# ইন (EIIN) ও পাসওয়ার্ড (Password) দিয়ে লগ ইন করতে হবে।

# এক্সামিনি এর মোবাইল এইচএসসি-২০২০ (Examinee’s Mobile HSC-2020) মেন্যুতে ক্লিক করে মোবাইল নম্বর এন্ট্রি করতে হবে।