এবার ওয়েবসাইটের ক্যাটাগরি থেকে বেছে নেওয়া যাবে ‘বউ’

পাত্র-পাত্রী চেয়ে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া বেশ পুরনো হয়ে গেছে। তাই সংবাদমাধ্যম ছেড়ে এখন সেই বিজ্ঞাপন এখন পাওয়া যায় ওয়েবসাইট বা অ্যাপে। তবে জামা-কাপড়ের মত ক্যাটাগরি দেখে মেয়ে বেছে নেওয়ার বিষয়টা এবার নতুন। যোগ্য পাত্রীর জন্য এবার এক নতুন সাইটে রাখা হয়েছে ক্যাটাগরি। কেমন পছন্দ? লম্বা না বেঁটে, ফর্সা না কালো, হাইপ্রোফাইল নাকি ঘরোয়া? খুঁজে নেওয়া যাবে এক ক্লিকে। কার্যত পণ্যে পরিণত করা হয়েছে নারীদের।

MySoniKudi.com- এই ওয়েবসাইটে চোখ রাখলেই বোঝা যাবে সমাজ এখনও কতটা পিছনে পড়ে আছে। ক্লিক করলেই বেরিয়ে আসবে একের পর এক ক্যাটাগরি। কোন মেয়ে বরের গ্যাঁটের পয়সা বেশি খরচ করবে না, সেটারও নাকি একটা ক্যাটাগরি আছে। রয়েছে ঘরোয়া, সুশীল, সঞ্চয়ী এমন নানা ধরনের ক্যাটাগরি।

জীবনসঙ্গী করার জন্য পাত্রী খোঁজা হচ্ছে, নাকি রোবট, সেটাই ভুলে যাবেন ওই সাইট দেখলে। শুধু তাই নয়, About Us-এ লেখা হয়েছে, ‘আমাদের কাছে সব রকম রয়েছে। সংস্কারি থেকে বিদেশযাত্রায় প্রস্তুত সব। এখান থেকে পাত্রী খুঁজলে পরিবার, প্রতিবেশী সবাই চমকে যাবে।’