কক্সবাজার সৈকত থেকে ৪৪৩ রোহিঙ্গা আটক

কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪৪৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ মে) বিকেলে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন তাদের আটক করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গিয়াস জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে মিনি ট্রাক করে তারা সমুদ্র সৈকতসহ আশপাশের বিভিন্ন এলাকায় চলে আসে।

তিনি আরও জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত প্রায় ৪৪৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু। আইনি প্রক্রিয়া শেষে আটকদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে। তবে পুলিশের অভিযান চলছে।