কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।

উক্ত প্রতিপাদ‍্যকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষ্যে শনিবার ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহব‍্যাপী নানা কর্মসূচি গ্রহন করে উপজেলা মৎস্য অধিদপ্তর। এরই অংশ হিসেবে রবিবার (২৪ জুলাই ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে র‍্যালিটি পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় এবং উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও মৎস্য চাষীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী, উপজেলা পরিষের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন ও শাহানারা বেগম মীরাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।