খালেদা জিয়া সত্যিই অসুস্থ, জানালেন ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে সত্যিকার অর্থেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি এও জানান, অসুস্থ হলেও বেগম জিয়ার মনোবল অটুট আছে। এমনকি আমাদের চেয়েও তিনি মানসিকভাবে শক্ত আছেন। শুক্রবার বিকেলে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে দলীয় প্রধান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে কারা ফটকের সামনে সাংবাদিকদের মির্জা ফখরুল এসব কথা জানান।

তিনি বলেন, ‘দেশনেত্রী সত্যিই অসুস্থ। এজন্য তাকে যেসব চিকিৎসা দেয়া দরকার, দ্রুত তার ব্যবস্থা নিতে হবে। সরকারি চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। আমরা চাই- ব্যক্তিগত চিকিৎসকরাও যেন তাকে চিকিৎসা দিতে পারেন, সরকার সে ব্যবস্থা করবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘এটা স্বাভাবিক, যে মানুষ বন্দি জীবনে অভ্যস্থ নন। তাকে বন্দি করে রাখা হলে তার ছাপ একটু পড়বেই। কিন্তু, উনার (খালেদা জিয়া) মনোবল অত্যন্ত শক্ত। তিনি আমাকে বলেছেন, ‘আমার জন্য ভাববেন না। আমি শক্ত আছি। এসব ছোটখাটো সমস্যা আমাকে সমস্যায় ফেলবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা বরাবরই বলে আসছি- উনার অসুস্থতার বিষয়ে যেসব ব্যবস্থা নেয়া দরকার, তা নেয়া হচ্ছে না।’

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

ইতোমধ্যে বিচারিক আদালতের রায় বাতিল এবং জামিন চেয়ে খালেদা জিয়া হাইকোর্ট আপিল করেছেন।