খুলনায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মদনে মানবন্ধন

সম্প্রতি খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে হিন্দুদের অর্ধশতাধিক বাড়ী ঘরে হামলা-ভাংচুর, ১০টি মন্দির ও প্রতিমা ভাংচুর, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতার ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবীতে নেত্রকোণার মদনে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট মদন উপজেলা শাখা।

শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের যুগ্ম আহবায়ক বিজয় চন্দ্র দাস, সদস্য সচিব বাপ্পী সরকার, সাংগঠনিক সম্পাদক সাগর চন্দ্র দাস, দেবা সরকার, অমিত দে, জয়চন্দ্র দাস, কিশোর পন্ডিতসহ আরো অনেকে।

বক্তারা দেশের বিভিন্ন স্থানের হিন্দুদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশে শান্তি বিনষ্টকারীরা এখন মাথা চারা দিয়ে উঠেছে। তারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবী জানান।