গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭ টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের সদস্যদের কন্ঠভোটে তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। (বাংলা টিভি ও ডেইলি টাইমস অব বাংলাদেশ) উপজেলা প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাকে সভাপতি, (দৈনিক মানবজমিন ও আওয়ার নিউজ) উপজেলা প্রতিনিধিকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ—সভাপতি মোঃ লিয়াকত সরদার (দৈনিক নবচেতনা), সহ—সভাপতি মেহের মামুন (দৈনিক জনকন্ঠ), সহ—সভাপতি খন্দকার রুহুল আমিন (দৈনিক যুগান্তর), যুগ্ম সম্পাদক মামুন ইসলাম ডালিম (গোপালগঞ্জ কন্ঠ), যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রাজ (দৈনিক এশিয়া বানী), অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম শরীফ (সাপ্তাহিক বার্তা বিচিত্রা), সাংগঠনিক সম্পাদক হুসাইন আহম্মেদ কবির (ডেইলি বাংলাদেশ) দপ্তর সম্পাদক মোঃ বাদশা মিয়া (দৈনিক সময়ের প্রত্যাশা), প্রচার—প্রকাশনা সম্পাদক মোঃ জাহিদ হাসান (দৈনিক যুগের সাথী), তথ্য—প্রযুক্তি সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (দৈনিক আজকালের কাগজ), ক্রীড়া সম্পাদক মোঃ খালিদুজ্জামান টনি (দৈনিক খবর পত্র), সাংস্কৃতিক সম্পাদক আরটি হাসান (দৈনিক ভোরের ডাক), কল্যাণ সম্পাদক মোঃ আলী আকবর (সাপ্তাহিক বাংলার নয়ন)।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, খন্দকার বেলায়েত হোসেন, (দৈনিক ইত্তেফাক), মোঃ গিয়াস উদ্দিন, (ডেইলি সান), মোঃ সুমন আহম্মেদ, (দৈনিক খোলা চোখ), মোঃ আনিচ মিয়া, (সময়ের চোখ), মোঃ বাবু মোল্যা, (পাক্ষিক মুকসুদপুর সংবাদ) ও মোঃ আমিনুল ইসলাম, (দৈনিক লাল সবুজের দেশ)।