দ্বন্দ্ব নিরসনে ক্ষমা চাইলেন নেইমার

লিওঁর বিপক্ষে ম্যাচে স্পট-কিক নিয়ে এডিসন কাভানির সঙ্গে ভালো গোলমাল হয়েছে পিএসজির সবচেয়ে দামি ফুটবলার নেইমারের।

অবশেষে দ্বন্দ্বের অবসান ও সাজঘরে শান্তি ফেরাতে উদ্যোগ নিয়েছেন স্বয়ং নেইমারই।

দ্বন্দ্বের শেষ টানার জন্য স্বদেশি ক্লাব অধিনায়ক থিয়াগো সিলভার সহায়তায় কাভানিসহ পুরো পিএসজি স্কোয়াডের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

এদিকে উরুগুয়ে স্ট্রাইকার কাভানির সাবেক জাতীয় দল সতীর্থ ও ‘গোল্ডেন বল’ জয়ী ডিয়েগো ফোরলান এ ঘটনায় পিএসজির আরেক ব্রাজিলিয়ান দানি আলভেজকে দায়ী করেছেন।

রেডিওর এক স্পোর্টস চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ফোরলান বলেন, ‘কাভানি-নেইমারের মধ্যে যা হয়েছে তা সব দলেই হয়। তবে আলভেজের কাণ্ডকারখানা বুঝতে পারিনি। সে কাভানির থেকে বল কেড়ে নিয়ে নেইমারকে দিল। এতে মনে হল সে যেন নেইমারের পেছনের পকেটেই থাকে!’

এদিকে ফোরলানের বক্তব্যকে অসত্য দাবি করে টুইট করেছেন আলভেজ।