দ্যুতি ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

ইমদাদুল হক মিরন, কুবি প্রতিনিধি : সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন দ্যুতি ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) কুমিল্লার নব শালবন বিহার বৌদ্ধমন্দিরে এই শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৩০ জন অনাথ শিশু শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

আয়োজনের বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রভাষক নূর মোহাম্মদ রাজু। একই বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমানের সঞ্চালনা ও দ্যুতি ওয়েল ফেয়ার সোসাইটির চেয়ারম্যান এইচ. এম. মঞ্জুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ কাজী জান এ আলম অপু, সদস্য সাইফুল্লাহ আল সোহাগ, নব শালবন বিহার বৌদ্ধ মন্দিরের আবাসিক ভিক্ষু শ্রীমৎ সঙ্গশ্রী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দ্যুতি ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রেখে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার আহ্বান জানান।