নওগাঁর পত্নীতলায় মুক্তিযোদ্ধা পত্নীর সঙ্গে প্রতারণার অভিযোগ

নওগাঁ পত্নীতলায় মুক্তিযোদ্ধাপত্নী মোছাঃ ফৌজিয়া খাতুনকে তার বাবার সম্পত্তি থেকে প্রতারণার মাধ্যমে বঞ্চিত করার অভিযোগ উঠেছে তার আপন ভাইদের বিরুদ্ধে। এব্যাপারে মুক্তিযোদ্ধা পত্নী মোছাঃ ফৌজিয়া খাতুন বাদী হয়ে নওগাঁ মোকাম ৩ নং যুগ্ম জজ আদালতে মামলা দায়ের করেছেন।যাহার মামলা নং ৮০/২০২০।

মুক্তিযোদ্ধা পত্নী মোছাঃ ফৌজিয়া খাতুন জানান, আমাকে আমার বাবার ন্যায্য সম্পত্তি থেকে সুকৌশলে প্রতারণার মাধ্যমে বঞ্চিত করা হয়েছে। আমি আমার বাবার মোট সম্পত্তি পাবো এক একর, কিন্তু আমার ভাই, ভাতিজা, ভাতিজি ও ভাবিরা ভাগবাটোয়ারা দলিলে গোজামিল করে জমি দিয়েছে ৬৬,০০০ + ২৫,০০০ বর্গলিংক। সেটাও আবার অন্যের জমির মৌজা ও দাগ নং তুলে দিয়েছে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যে ভাই ভাতিজাদের আমি নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছি তারা আজ আমার সাথে এমন ভাবে প্রতারণা করবে কখনো ভাবিনি। যারা আমার হাতের কুরবানীর মাংস রান্না হওয়া পর্যন্ত মাংস মূখে দিতো না।

মুক্তিযোদ্ধা পত্নী মোছাঃ ফৌজিয়া খাতুন জানান, আমার স্বামী এদেশকে হানাদার মুক্ত করার জন্য নিজের জীবন বাঁজি রেখে দেশকে স্বাধীন করেছে আর আজ আমাকেই প্রতারণার শিকার হতে হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এর ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।