নেত্রকোণার মদনে “আমাদের প্রস্তুতি” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণা মদনে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এর আয়োজনে “জলবায়ু পরিবর্তন, হাওরের দুর্যোগ, খাদ্য নিরাপত্তা, আমাদের প্রস্তুতি” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১শে-মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে ও বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমানের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেটেরিনারি সার্জন ডা. অমিত সাহা, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বারসিক এর সহযোগি সমন্বয়কারী শংকর ম্রং, ফিল্ড ফ্যাসিলিটেটর (কৃষি) সুমন তালুকদার ও রুবি চৌধুরী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণী এবং গণমাধ্যম কর্মী প্রমুখ।