নেত্রকোণার মদনে ১ দিনে ১৮ জনকে কামড়ে দিলো একটি কুকুর

নেত্রকোণার মদন উপজেলা গত ৩০ আগষ্ট (বুধবার) মাত্র ১ দিনে কুকুরের কামড়ে আহত হন ১৮ জন। ৪ বছরের শিশু থেকে যুবক, বৃদ্ধ কেউ রেহাই পাননি কুকুরটির নির্বিচার আক্রমণ থেকে। রাস্তায় চলার পথে, বাজারে যাওয়ার সময় এমনকি বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা অবস্থাতেই কুকুরটির হঠাৎ আক্রমণের শিকার হন এই বিপুল সংখ্যক মানুষ।
ওইদিন বিকাল ৫টা থেকে রাত ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে। এক দিনে একটি কুকুরের কামড়ে এত মানুষ আহত হওয়ার ঘটনায় মদন পৌর শহর ও উপজেলা গ্রাম গুলোতে আতংক দেখা দিয়েছে।
পরশখিলা গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে আহত সুমন জানায়, আমি সন্ধ্যার পর আমাদের গ্রামের বাজার হতে বাড়ি আসতে ছিলাম, হঠাৎ একটি কুকুর এসে আমার উপর আক্রমণ করে,কিছু বুঝে ওঠার আগেই আমার হাত পায়ে কামড়ে ধরে।
তিনি আরও বলেন, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া আমাদেরকে সরকারি খরচে মদন হতে নেত্রকোণা হাসপাতালে
পাঠান ও সরকারি ভাবে ভ্যাকসিন এর ব্যবস্থা করেন। আমি মানবিক স্যারের জন্য দোয়া করি।
মদন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড়াঃ নুরুল হুদা খান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের ভ্যাকসিন সরবরাহের সেবা চালু করা যায়নি। উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতায় কুকুরের কামড়ে আহতদেরকে মদন হতে নেত্রকোণা হাসপাতালে পাঠানো হয়, ও সরকারি ভাবে ২য় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে।