পরিবার দিবসে পরিবারই একজন মানুষের পারস্পাররিক বন্ধন…

বিশ্ব পরিবার দিবস পনেরই মে আজ সোমবার। পরিবার সারা বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

পরিবারই একজন মানুষের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ বিদ্যাপিঠ। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও দৃঢ় বন্ধনের মাধ্যমে পরিবারে একজন মানুষ সমাজের সর্বোচ্চ সুবিধা ভোগ করে থাকে।

কর্মজীবী মানুষের সকাল যে পরিবার থেকে শুরু হয় দিন শেষে আবার সে ফিরে যায় তার পরিবারে।১৯৯৩ সালের ২০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের এক সিদ্ধান্ত অনুযায়ী ১৫মে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে ঘোষিত হয়।

জাতিসংঘের ঘোষণা অনুযায়ী, ১৯৯৪ সাল আন্তর্জাতিক পরিবার বর্ষ পালিত হয়। এ ব্যাপারে ময়মনসিংহের গবেষক ও সাংবাদিক সুমন বলেন পরিবার দিবসটি সফল ও স্বার্থক হোক এই কামনা করছি।