পাক-ভারত বিবাদে বছরে ক্ষতি ৩৫ বিলিয়ন ডলার

পাকিস্তানের সঙ্গে এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ ভারতের বার্ষিক বাণিজ্য সম্ভাবনা ৩৭ বিলিয়ন ডলারের। কিন্তু বর্তমানে মাত্র ২.১ বিলিয়ন ডরালের লেনদেন হচ্ছে।

চিরবৈরী দুই দেশের মধ্যে অব্যাহত রাজনৈতিক অস্থিরতা ও স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক না থাকায় উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই ক্ষতির পরিমাণ নেহাত কম নয়। প্রায় ৩৫ বিলিয়ন ডলার। ফলে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর ওপরেও এর ছায়া পড়ছে। দক্ষিণ এশিয়ার বাণিজ্য সম্পর্কিত এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক।

‘এ গ্লাস হাফ ফুল: দ্য প্রোমিজ অব রিজিওনাল ট্রেড ইন সাউথ এশিয়া’ শিরোনামে প্রতিবেদনটি সোমবার প্রকাশ করা হয়। প্রতিবেদনে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির কয়েকটি বড় কারণ উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে আমদানি-রফতানির যে পণ্য তালিকা রয়েছে সেখানে শুল্ক রেয়াতের কোনো বালাই নেই। দুই দেশই একে অপরের বহু পণ্য নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং এই নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্কের অভাবে আঞ্চলিক সম্পর্ক গভীরতর হওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে।