পাবনায় পল্লী উদ্যোক্তাদের মাঝে ৩১ লাখ টাকার ঋণ বিতরণ

পাবনার আটঘরিয়ায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে ৩১ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

‘এসেছে পল্লী’র শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ, মুজিব বর্ষে বিআরডিবি’র অঙ্গিকার স্ব-নির্ভর সমৃদ্ধ পল্লী গড়ার’- স্লোগানে সোমবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, আটঘরিয়া উপজেলা কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ (করোনা ভাইরাস)-এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে ১৫ জন সদস্যকে ৩১ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।

আটঘরিয়া উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম।

আটঘরিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মনিরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিআরডিবি’র চেয়ারম্যান মো. আশরাফুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রমুখ।