পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রাম পুলিশের হামলায় ৩ জন হাসপাতালে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গ্রাম পুলিশের হামলায় আহত ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহতদের বরিশাল শেবাচিমে রেফার করা হয়েছে।

বুধবার (১ মার্চ) সকালে আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গাবতলা এলাকার এ ঘটনায় মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতরা হলো-মোঃ খলিল খন্দকার, ফরিদা বেগম এবং শারমিন বেগম। তাদের ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গ্রাম পুলিশ মজিবর রহমান এবং তার দুই ছেলে ফারুক ও বারেকের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।কেউ কিছু বললে – আইন তার পকেটে বলে হুমকি দেয়। সে নিজেই শালিসি করতে পারে। এজন্য সে কারো শালিসি মানে না।

আহত খলিলুর রহমানের অভিযোগ, মজিবর চৌকিদার আমার আপন ভাই।দীর্ঘদিন ধরে আমার ভোগ দখলীয় ২৩ শতাংশ জমি থেকে ১.২৪ শতাংশ জমি দখলের চেষ্টা করে। ঘটনার দিন ওই জমিতে আমাদের বেড়া দিতে বাঁধা দেওয়া হয়। এ সময় আমরা শালিসিতে বসতে চাইলে চৌকিদার উত্তেজিত হয়।এরপর চৌকিদার তার দুই ছেলেকে ডেকে এনে আমাদের ওপর হামলা চালায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলমান আছে।