পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর খামার থেকে ৭ লাখ টাকার হাঁস ও মাছ চুরি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় শৌলা গ্রামে হাস ও মাছের সমন্বিত চাষের খামারে চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে চোরের দল ঘেরের পানি বিদ্যুতায়িত করে এবং কেয়ারটেকারকে জিম্মি করে এ ঘটনা ঘটায়।এতে খামার মালিকের ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খামার মালিক মোঃ আলমগীর হোসেন মিরুখালী ইউনিয়নের বড়শৌলা গ্রামের মৃত আব্দুল আলী খানের পুত্র।

ভুক্তভোগীর অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা কৌশলে খামারের ভিতর প্রবেশ করে কেয়ারটেকারকে জিম্মি করে ফেলে।এরপর ওই চোরেরা ঘেরে বিদ্যুতায়িত করে ১০ হাজার পিস পাঙ্গাস মাছ বাজার মূল্য ৫ লাখ টাকা এবং ১৮২টি দেশী পেঁচি হাস বাজার মূল্য ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। পরে কেয়ারটেকারের ডাক চিৎকারে খামার মালিক সহ স্হানীয়রা জড়ো হয়। বিষয়টি মৎস্য অফিস ও কৃষি অফিসে জানানো হয়েছে।

তিনি আরও জানান,আমি একজন প্রবাসী। অনেক বছর সৌদি আরবে থেকে উপার্জিত টাকা পয়সা দিয়ে ৩ একর জমিতে ১৭ লাখ টাকা দিয়ে একটি ঘের তৈরি করি।এরপর সেখানে হাঁস ও মাছের সমন্বিত চাষ করি।হাঁসগুলো ডিম দিচ্ছিল এবং মাছগুলো বিক্রয় উপযোগী হয়েছিল। ঠিক এ সময় দুর্বৃত্তরা আমার বড় ধরনের ক্ষতি করেছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার এসআই তাজুল ইসলাম জানান, আলমগীর হোসেনের সাথে তাদের একই বংশের লোকদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। কেউ প্রতিহিংসা বা শত্রুতামূলকভাবে এ ঘটনা ঘটাতে পারে।