ফ্যাক্টরি নোংরা : ইগলু আইসক্রিমকে ৫ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে ইগলু আইসক্রিমকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে রাজধানীর কদমতলীতে আব্দুল মোনেম গ্রুপের প্রতিষ্ঠান ইগলু আইসক্রিম ও দুগ্ধপণ্যের কারখানায় অভিযানে অংশ নেয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

এ সময় আইসক্রিম উৎপাদন প্রক্রিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ নজরে আসে তাদের। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক।

অভিযানে আইসক্রিম তৈরির বিভিন্ন কাঁচামালে উৎপাদনের তারিখ নিয়ে জটিলতা খুজে পায় ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের মেজিস্ট্রেট তুষার আহমেদ ইগলু আইসক্রিমকে ৫ লাখ টাকা জরিমানা করেন।

এছাড়াও আমদানি করা বেশ কিছু বিদেশি কাঁচামাল জব্দ করে পরীক্ষা নিরিক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে ইগলুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, বাজার থেকে ক্ষতিকর ৫২টি পণ্য সরিয়ে নেয়ার বিষয়ে আদালতের নির্দেশনা এখনো তাদের কাছে পৌছায়নি। আদালতের নির্দেশ পেলেই এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।