বিজিবি সীমান্তে মাদক-চোরাচালান রোধে অগ্রণী ভূমিকায় : মোতাহার হোসেন এমপি

লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর উদ্যোগে প্রীতিভোজ শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট-১ (হাতীবান্ধা- পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বলেছেন, বিজিবি সীমান্তে মাদক ও চোরাচালান রোধে অগ্রণী ভূমিকা পালন করছে।
সোমবার আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২্্এর অধিনায়ক লে. কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ পিএসসি।
এসময় অত্র ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নূরুদ্দীন খান, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, হাতীবান্ধার ওসি এরশাদুল আলম ও পাটগ্রামের ওসি ওমর ফারুক, হাতীবান্ধা উপজেলা খাদ্য কর্মকর্তা শরিফুল আলম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবু মুসা মেহেদী, গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও গণমাধ্যম প্রতিনিধিগণ অংশ নেয়।