বড়দিনের রাতে সবাইকে চমকে দিল তিন ফুট লম্বা কুমির

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বড়দিনের রাতে ‘অপ্রত্যাশিত’ চমক দিয়েছে কুমিরের বাচ্চা। খবর পাওয়ার পর পুলিশ ভেবেছিল, বড় আকারের কোনো টিকটিটি তারা দেখবে। রাস্তায় তিন ফুট দুই ইঞ্চি লম্বা ওই কুমিরকে হাঁটতে দেখে তারা ভ্যাবচ্যাকা খেয়ে যান।

ধারণা করা হচ্ছে এটি পোষা কুমির। কোনো ভাবে এটি পথ হারিয়েছে। রাস্তা থেকে এটিকে ধরতে গিয়ে বেশ নাকাল হতে হয়েছে পুলিশ সদস্যদের। শেষে সাপ ধরায় দক্ষ মার্ক পেলে নামের এক ব্যক্তিকে খবর দেয়া হয়। এখন কুমিরটি তার কাছেই আছে। কুমিরের মালিককে না পাওয়া পর্যন্ত তিনিই কুমিরের দেখাশুনা করবেন।

ভারপ্রাপ্ত সার্জেন্ট ডেনিয়েল এলিয়ট বলেন, ‘প্রথম আমি ভেবেছিলাম কেউ কুমিরের একটি ভাস্কর্য সেখানে রেখেছে। কিন্তু পরে দেখলাম না, এটি ভালোই নড়াচড়া করছে এবং বেশ কয়েকবার তাকে নড়াচড়া করতে দেখেছি।’ সূত্র : বিবিসি