ভিক্ষুকের ব্যাংক হিসাবে কোটি কোটি টাকা

ভিক্ষা করে জীবন কাটিয়েছেন আর মৃত্যুর পর জানা গেল ব্যাংক হিসাবে ছিল শত কোটি টাকা। ঘটনাটি ঘটেছে লেবাননে।

ফাতিমা ওথমান (৫২) নামে ওই ভিক্ষুক লেবাননের রাজধানী বৈরুতের রাস্তায় ভিক্ষা করে কী পরিমাণ অর্থ কামিয়েছেন তা জেনে পুলিশও অবাক।

একটি পরিত্যক্ত গাড়ি থেকে ফাতিমার মরদেহ উদ্ধারের সময় পুলিশে সেখানে একটি ব্যাগও পায়। যে ব্যাগের মধ্যে প্রায় ৫০ লাখ লেবানিজ পাউন্ড ছিল; বাংলাদেশি টাকায় যা প্রায় আড়াই লাখের কাছাকাছি।

এ ছাড়া তার ব্যাংকে জমা রয়েছে ১.৭ বিলিয়ন লেবানিজ পাউন্ড; বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৯ কোটির কাছাকাছি।

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর পুলিশ তার শরীর ও ব্যাগপত্র তল্লাশি করে এসব নগদ টাকা ও ব্যাংকের হিসাবপত্র উদ্ধার করে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, লেবাননের গৃহযুদ্ধের সময় ফাতিমা গুরুতর জখম হন। তিনি হাত-পা কিছুই ব্যবহার করতে পারেন না। রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেন তিনি।

পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছে, লেবাননের উত্তর দিকে অবস্থিত আইন আল জাহাব শহরে ওথমানের বাসা। ওথম্যানের পরিবারের সদস্যরা তার শেষ কৃত্যের ব্যবস্থা করেছে। তবে ওথম্যান এত টাকার মালিক ছিল জেনে তারাও হতভম্ব হয়েছে।

সূত্র: ডেইলি মেইল