ভোটকেন্দ্রে প্রকাশ্যে হিরো আলমকে মারধর (ভিডিও)

বগুড়া-৩ (কাহালু-নন্দীগ্রাম) আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কেন্দ্রে প্রকাশ্যে মারধর করা হয়েছে।

মারধরের ভিডিওতে দেখা যায়, সকালে স্থানীয় একটি কেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমকে দেখে প্রতিপক্ষের কর্মীরা তেড়ে আসেন।
একাই তাদের রুখে দেয়ার প্রত্যয় নিয়ে জবাব দেন হিরো আলম। তিনি বলেন, ‘এই উল্টা-পাল্টা কথা বলবেন না।’

এ সময় প্রতিপক্ষের আরও কয়েকজন কর্মী হিরো আলম ও তার সঙ্গে থাকা আরেকজনের ওপর চড়াও হন। এক পর্যায়ে দু’জনকেই মারধর করেন তারা।

হামলাকারীদের মধ্যে একজনকে স্যান্ডেল খুলে মারধর করতে দেখা গেছে।

এ ঘটনার পরে ভোট কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়া এবং মারপিট করে কেন্দ্রে প্রবেশ করতে না দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন হিরো আলম।

রোববার দুপুর ২টার দিকে শহরতলীর হোটেল নাজ গার্ডেনে এ ঘোষণা দেন সিংহ প্রতীকের প্রার্থী হিরো আলম।

তিনি বলেন, ‘মহাজোটের লোকেরা বিভিন্ন ভোট কেন্দ্র দখলে নিয়েছে। আমার জনপ্রিয়তা দেখে মহাজোটের লোকেরা আমাকে মারপিট করে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এসব কারণে আমি দুপুর ২টার থেকে ভোট বর্জন করলাম।’

এই আসনে নতুন করে তফসিল দিয়ে ভোটগ্রহণেরও দাবি জানান হিরো আলম।