ভোলায় ৫০ হাজার জাল টাকাসহ দুই জন আটক

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়ন থেকে ৫০ হাজার জাল টাকাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।

বধুবার (১১ আগস্ট) সকালে র‌্যাব-৮ এর ভোলার দাত্বিয় প্রাপ্ত এডিসনাল এসপি মোঃ রাজিব ফারহান বিষয়টি জানান।

আটকরা হলেন- ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ দুলাল (৩০) ও চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়ন আলী গাও গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মোঃ হেলাল তালুকদার (৩৫)।

এডিসনাল এসপি মোঃ রাজিব ফারহান জানান, মঙ্গলবার রাত ১২টায় র‌্যাব-৮ এর গোয়েন্দা বিভাগের একটি দল চরফ্যাশন থানার আসলামপুর এলাকায় অভিযান চালায়।অভিযানে ৫০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ জাল টাকা সরবারহকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়।

তিনি আরও জানান, আসামিরা জালটাকা ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবারহ আসছিল। আসামিদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।