ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে বজ্রপাতে জহুরা খাতুন (৪৮) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় তিন নারীসহ আরও চারজন আহত হয়েছে। আহতরা হলেন একই গ্রামের নাজমা (৪২), শরিফা আক্তার (৪২), রোকসানা খাতুন (৪০), রফিকুল ইসলাম (২০)। বুধবার সকাল আটটার দিকে ওই ঘটনাটি ঘটে। নিহত জহুরা ওই গ্রামের মোস্তফা আহম্মেদ এর স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার (১৪ জুন) সকালে নিহত জহুরা ও আহত তিন নারী তাদের রান্না ঘরে রান্না করছিলেন। রফিকুল ইসলাম বসত ঘরে ছিলেন। বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ তাদের বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে জহুরা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের লোকজন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, বজ্রপাতে জহুরা খাতুন নামে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি জানানোর সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।